ক্রমিক নং | প্রদেয় সেবা | সেবা গ্রহীতা | সেবা প্রাপ্তির জন্য করনীয় | সেবা প্রদানকারীর করনীয় | কার্যসম্পাদনকারীর সময়সীমা | মন্তব্য |
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
১১. | জিপিএফ থেকে চূড়ান্ত উত্তোলন সংক্রান্ত আবেদনের নিষ্পত্তি | কর্মকর্তা/কর্মচারী ও শিক্ষক/শিক্ষিকা | নিম্নোক্ত কাগজপত্র সহ আবেদন দাখিল করতে হবে : ১. ৬৬৩নং ’অডিট ম্যানুয়াল’ ফরম (অফিস প্রধান কর্তৃক প্রতিস্বাক্ষরিত) ২. সংশ্লিষ্ট হিসাব রক্ষণ অফিসার কর্তৃক কর্তৃত্ব/ Authority প্রদান সংক্রান্ত সনদ ৩. এলপিআর মঞ্জুরীর আদেশ ৪.মৃতব্যক্তির ক্ষেত্রে মৃত্যুসংক্রান্ত সনদ ৫.প্রতিনিধি/Nominee সনদ ৬. বিধবা হলে পুনর্বিবাহ না করার অঙ্গীকারনামা। | | ৭(সাত)কার্যদিবসের মধ্যে | |
১২. | গৃহনির্মাণ ঋণ ও অনুরূপ আবেদন নিষ্পত্তি | কর্মকর্তা/কর্মচারী ও শিক্ষক/শিক্ষিকা | নিম্নোক্ত কাগজপত্র সহ আবেদন দাখিল করতে হবে : ১. নির্ধারিত ফরমে আবেদনপত্র ২. বায়নাপত্র ৩. ইতঃপূর্বে ঋণ/Loan গ্রহণ করেন নাই মর্মে অঙ্গীকারনামা ৪. রাজউক বা অনুরুপ/সংশ্লিষ্ট/উপযুক্ত(যেক্ষেত্রে যেটি প্রযোজ্য)কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত ফরমে প্রত্যয়নপত্র ৫. সরকারী কৌসুলি/উকিল এর মতামত ৬. নামজারি/জমাখারিজ (Mutation) এর খতিয়ানের কপি ৭. ভূমি উন্নয়ন কর/খাজনা পরিশোধের দাখিলা/রশিদ। | ৬নং কলামে বর্ণিত সময়ের মধ্যে জেপ্রাশিঅ বরাবরে প্রেরণ নিশ্চিত করতে হবে এবং সংশ্লিস্ট আবেদনকারীকে তা অবহিত করতে হবে। | ১০(দশ)কার্যদিবসের মধ্যে | |
১৩. | পাসপোর্ট করণের অনুমতিদানের আবেদন নিষ্পত্তি | কর্মকর্তা/কর্মচারী ও শিক্ষক/শিক্ষিকা | নির্ধারিত ফরম পূরণ করে উশিঅ-এর দপ্তরে আবেদনপত্র দাখিল করতে হবে। | ৬নং কলামে বর্ণিত সময়ের মধ্যে জেপ্রাশিঅ বরাবরে প্রেরণ এবং সংশ্লিস্ট আবেদনকারীকে তা অবহিত করতে হবে। | ৫(পাঁচ)কার্যদিবসের মধ্যে | |
১৪. | বিদেশ ভ্রমণ/গমন সংক্রান্ত আবেদন নিষ্পত্তি | কর্মকর্তা/কর্মচারী ও শিক্ষক/শিক্ষিকা | প্রযোজ্য ক্ষেত্রে নিদির্ষ্ট ফরমে ও অন্যান্য ক্ষেত্রে সাদা কাগজে উশিঅ-এর দপ্তরে লিখিত আবেদন করতে হবে। | ৬নং কলামে বর্ণিত সময়ের মধ্যে জেপ্রাশিঅ বরাবরে প্রেরণ এবং সংশ্লিস্ট আবেদনকারীকে তা অবহিত করতে হবে। | ৭(সাত)কার্যদিবসের মধ্যে | |
১৫. | উচ্চতর পরীক্ষায় অংশ গ্রহণের অনুমতি প্রদান | - | লিখিত আবেদন করতে হবে। | ৬নং কলামে বর্ণিত সময়ের মধ্যে জেপ্রাশিঅ বরাবরে প্রেরণ এবং সংশ্লিস্ট আবেদনকারীকে তা অবহিত করতে হবে। | ৩(তিন)কার্যদিবসের মধ্যে | |
১৬. | নৈমিত্তিক ছুটি ব্যতীত বিভিন্ন প্রকার ছুটি সংক্রান্ত আবেদন নিষ্পত্তি | কর্মকর্তা/কর্মচারী ও শিক্ষক/শিক্ষিকা | প্রযোজ্য ক্ষেত্রে নিদির্ষ্ট ফরমে ও অন্যান্য ক্ষেত্রে সাদা কাগজে উশিঅ-এর দপ্তরে লিখিত আবেদন করতে হবে। | ৬নং কলামে বর্ণিত সময়ের মধ্যে জেপ্রাশিঅ বরাবরে প্রেরণ এবং সংশ্লিস্ট আবেদনকারীকে তা অবহিত করতে হবে। | ৫(পাঁচ)কার্যদিবসের মধ্যে | |
১৭. | শিক্ষকদের বদলির আবেদন নিষ্পত্তি (উপজেলার মধ্যে) | শিক্ষক/শিক্ষিকা | উশিঅ বরাবরে এ সংক্রান্ত নীতিমালা অনুসারে আবেদন করতে হবে। | প্রযোজ্য ক্ষেত্রে বদলির ব্যবস্থা গ্রহণ; কিন্তু বিদ্যমান নীতিমালা অনুসারে তা সম্ভব না হলে সেটি আবেদনকারীকে অবহিত করতে হবে। | ৭(সাত) কার্যদিবসের মধ্যে | |